প্রকাশিত: Mon, Dec 18, 2023 10:47 PM
আপডেট: Mon, Jan 26, 2026 2:23 AM

[১]পার্লামেন্ট ভবনের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি নিয়ে প্রতিবাদ করায় ভারতের পার্লামেন্টে ৭৯ এমপি সাসপেন্ড

ইকবাল খান: [২] সোমবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় নতুন পার্লামেন্ট ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে সোচ্চার হন বিরোধী এমপিরা।  

[৩] আনন্দবাজার জানায়, তুমুল হৈচৈ শুরু হয় লোকসভা কক্ষে। প্রথমে দুপুর ২টো ৪৫ মিনিট, পরে তিনটে পর্যন্ত সভার কাজ মুলতুবি করে দেন স্পিকার। তার পরেও পরিস্থিতি তপ্ত হওয়ায় কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী অধীরসহ ৩৩ জনের বেশি বিরোধী এমপিকে সাসপেন্ড করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ৩৩ জনের মধ্যে ৩০ জনই আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলা শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারবেন না। আর অন্য তিনজন সংশ্লিষ্ট কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেন্ড থাকবেন।

[৪] এনডিটিভি জানায়, নতুন পার্লামেন্ট ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করায় রাজ্যসভায় ৩৫ জন এমপি শীতকালীন অধিবেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড থাকবেন আর অন্য ১১ জন সংশ্লিষ্ট কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেন্ড থাকবেন।

[৫] গত সপ্তাহে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি নিয়ে বিবৃতি চাওয়ায় সাসপেন্ড হন ১৪ এমপি।

[৫] আনন্দবাজার আরও জানায়, লোকসভায় সাসপেন্ড হওয়া এমপিদের তালিকায় রয়েছেন বাংলার অনেক তৃণমূল এমপিও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, অসিত মাল, শতাব্দী রায়কে সাসপেন্ড করেছেন স্পিকার। এ ছাড়া এই তালিকায় রয়েছেন ডিএমকের তিন সাংসদ টিআর বালু, এ রাজা এবং দয়ানিধি মারান। এই অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হল।

[৬] লোকসভা থেকে সাময়িক বহিস্কৃত হওয়ার পর অধীর চৌধুরী বলেন, ‘বিজেপির সংখ্যাধিক্য রয়েছে। তাই দিয়ে পার্লামেন্টে পেশিশক্তি দেখাচ্ছে। পার্লামেন্টকে বিজেপি ও আরএসএসের কার্যালয়ে পরিণত করতে চাইছে।’’ লোকসভায় কংগ্রেস নেতা আরও বলেন, ‘‘পার্লামেন্টের নিরাপত্তা যে ভাবে ভেঙে পড়েছে, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছিল। তাঁরা বাইরে অনেক কথা বললেও পার্লামেন্টে কিছু বলছেন না। সেই প্রশ্ন তুললেই বিরোধীদের উপর আক্রমণ নেমে আসছে।’’ উল্লেখ্য, দিল্লিতে এই মুহূর্তে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ বৈঠক রয়েছে। তার আগের দিনই এই ঘটনা বিরোধী শিবিরকে আরও একজোট করবে বলেই মত রাজনৈতিক মহলের অনেকের।